সুজানগর এন এ কলেজ পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার
এম এ আলিম রিপনঃ সুজানগর পৌর সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন পাবনা জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন।শনিবার (০৮ ডিসেম্বর) তিনি এ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সকল শিক্ষকগনকে তাদের উপর অর্পিত দায়িত্ব সততা আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি প্রতিষ্ঠানেন প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মত করে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজে পড়াশুনার সুষ্ঠ পরিবেশ বিরাজ করা ,পড়াশুনার মানের উন্নোয়ন ও শৃঙ্খলাবোধ সহ বিভিন্ন বিষয় দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। এ সময় সুজানগর উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে প্রথমবারের মত ঐতিহ্যবাহী নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ পরিদর্শনে গেলে পাবনা জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন কে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান অধ্যক্ষ আলমগীর হোসেন ও সহকারী অধ্যাপক আব্দুল জলিল সহ অন্যান্য শিক্ষাকমন্ডলী।
No comments