ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সাদুল্লাপুর কোলের কচুরীপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার  ঐতিহ্যবাহী সাদুল্লাপুর ও চরতারাপুর কোলের কচুরীপানা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির মাধ্যমে সাদুল্লাপুর ও  চরতারাপুর কোলের কচুরীপানা অপসারণ ও কৃষিকাজে ব্যবহারের জন্য কম্পোষ্ট হীপ তৈরীকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোখলেছুর রহমান। 

পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদিনের সভাপতিত্বে  ও পাবনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার মোঃ আব্দুর রউফ, পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা  কামরুল হাসান সরকার এবং পাবনা সদর উপজেলা কৃষি অফিসার এ এস এম মাসুম বিল্লাহ। 

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মুন্সী, চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য সিদ্দিক খান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান, সাদুল্লাপুর ও চরতারাপুর কোল পরিচালনা কমিটির সভাপতি নাদের মোল্লা, সাধারণ সম্পাদক রইচ জোর্য়াদ্দার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সোনাই খা, মান্নাত, আব্দুল খালেক, মৎস্য সম্প্রসারণ কর্মী আলতাফ হোসেন এবং শাহজাহান প্রমুখ।

No comments

Powered by Blogger.