ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান



এম এ আলিম রিপনঃ “নারী-পুরুষ সমতা,রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের ন্যায় সুজানগরেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে সুজানগরে  এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার(০৯ ডিসেম্বর) সকালে  বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের অংশগ্রহনে বের হওয়া র‌্যালিটি স্থানীয় পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ হল রুমে জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় সুজানগর উপজেলার পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম ও  সমাজ উন্নয়নে সাফল্য অর্জনকারী হিসাবে নির্বাচিত বিউটি খাতুন।

এর আগে অনুষ্ঠনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস লাবনী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার মো.রেজাউল। 

পরে এ বছর সুজানগর উপজেলার পাঁচ জয়িতাদের মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসাবে উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের বাড়ইপাড়া  গ্রামের মোছাঃ নিলুফার ইয়াসমিন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে দুলাই ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামের বর্না রাণী কর্মকার, সফল জননী নারী হিসাবে দুলাই ইউনিয়নের চর দুলাই গ্রামের সাইদা নাজনীন বেলী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী হিসাবে তাঁতীবন্দ ইউনিয়নের ক্রোড়দুলিয়া গ্রামের নিলুফার ইয়াসমিন ও সমাজ উন্নয়নে অসাম্য অবদান রাখায় নাজিরগঞ্জ ইউনিয়নের মোহনপুর গ্রামের মোছাঃ বিউটি খাতুনের হাতে সম্মননা ক্রেস্ট সহ অনান্য উপহার তুলে দেন অতিথিবৃন্দ। 

অনুষ্ঠানে সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.