সুজানগরে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
এম এ আলিম রিপনঃ পাবনা জেলার সুজানগরে অবিরাম সেবার অঙ্গীকার ও দরদী সমাজ গঠনের প্রত্যয় নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১১৩ তম এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) সকাল ১০ টায় সুজানগর পৌর শহরের ইসলামীয়া সুপার মার্কেট(২য় তলায়) অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১১৩ তম এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ মহরত অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন ঘোষনা করেন এসএভিপি এজেন্ট ব্যাংক ডিভিশন প্রধান মোঃ মশিউর রহমান।
এ উপলক্ষ্যে এসআইবিএল সুজানগর আউটলেট এর ব্যবস্থাপক আলহাজ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএভিপি এজেন্ট ব্যাংক ডিভিশন প্রধান মোঃ মশিউর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড পাবনা শাখার এস এ ভিপি ম্যানেজার মোঃ মতিয়ার রহমান,এফএভিপি অপারেশন ম্যানেজার পাবনা শাখার মোঃ মুশফিকুর রহমান, সিনিয়র অফিসার সবুর আমিন সোহাগ,জুনিয়র অফিসার আহমেদ কবির ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আলহাজ হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সুজানগরের এজেন্ট মের্সাস রশিদ এন্টারপ্রাইজের পক্ষে স্থানীয় এজেন্ট আউটলেট এর সিনিয়র ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রউফ, হেদায়েতুল্লাহ ডাবলু, ইউনুস আলী বাদশা, হিন্দু বৌধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাযায় এখন আর পাবনা নয় সুজানগরে অবস্থান করেই সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বিভিন্ন ধরণের হিসাব খোলা,নগদ জমা ও উত্তোলন,বৈদেশিক রেমিটেন্স-এর অর্থ প্রদান,সেভিংস একাউন্ট সহ সকল ধরণের কার্যক্রম পরিচালনা করতে পারবেন গ্রাহকরা।
No comments