ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

শীতবস্ত্র পেয়ে খুশি সুজানগরের ছিন্নমূল শীতার্তরা


এম এ আলিম রিপনঃ কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। প্রচন্ড এই শীতে ছিন্নমুল মানুষেরা আছেন সবচেয়ে কষ্টে। তীব্র শীতে যখন সবাই কম্বল গায়ে দিয়ে গভীর ঘুমে তখন কষ্টে রাত কাটাচ্ছে ছিন্নমূল এবং আদিবাসী মানুষরা। 

আর এজন্য এ সকল অসহায় দুস্থ ও শীতার্তদের একটু উষ্ণতার জন্য  শীতবস্ত্র (কম্বল) নিয়ে সকলের বাড়ি বাড়ি গিয়ে হাজির হচ্ছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

বুধবার  রাতে উপজেলার অসহায় এ সকল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র নিতে আসা ছিন্নমূল খেটে খাওয়া মানুষের মধ্যে এ সময় ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। 

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ জানান পর্যায়ক্রমে উপজেলার শীতার্ত সকল মানুষের মাঝেই কম্বল বিতরণ করা হবে।

বিতরণকালে  পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.