সুজানগরে ১১ জানুয়ারী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে প্রায় ৪৬ হাজার শিশু
এম এ আলিম রিপনঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সুজানগরে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন ও মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম মোরশেদ জানান , আগামী ১১ জানুয়ারী ৬ থেকে ৫৯ মাস বয়সী এই উপজেলার প্রায় ৪৬ হাজার শিশুকে স্থানীয় বিভিন্ন স্থায়ী ও ভ্রাম্যমান কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবং সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন-‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য একটি লাল রংয়ের ক্যাপসুল নির্ধারন করা রয়েছে।
এ বিষয়ে সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন জানান এই উপজেলার শিশুরা যাতে প্রত্যেকেই ভিটামিন এ ক্যাপসুল যথা সময়ে খেতে পারে এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাইকিং এর মাধ্যমে গ্রামগঞ্জের প্রতিটি এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদে জুম্মা নামাজ শেষে বিষয়টি সকলকে অবগত করানোর জন্য ইতিমধ্যে ইমামদেরকেও বলা হয়েছে বলে জানান তিনি।
No comments