সুজানগরে করিমন উল্টে প্রাণ গেল কৃষকের
এম এ আলিম রিপনঃ সুজানগরে করিমন উল্টে ইউনুস শেখ (৫৫) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার(২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে সুজানগর পৌর শহরের মানিকদীর এলাকায়।
নিহত ইউনুস শেখ (ইনু) পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ভাদুরিয়াডাঙ্গি এলাকার মৃত ধুনাই শেখ এর ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় করিমন বোঝাই পেঁয়াজ নিজ বাড়ি থেকে চিনাখড়া হাটে নিয়ে যাবার পথে মানিকদির নামক স্থান থেকে করিমনের চাকা ভেঙ্গে রাস্তার পাশের পুকুরে উল্টে গেলে পেঁয়াজের বস্তার নিচে চাপা পড়ে সে মারাত্বক আহত হয়।
পরে স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় ইউনুস শেখ কে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল বলেন একজন মারা যাওয়া সহ এ ঘটনায় আহত একই এলাকার মুক্তার হোসেন, রমজান সর্দার ও ইকবাল হোসেন নামক তিনজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments