ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ৬৭তম শাখা উদ্বোধনের মধ্যে দিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের যাত্রা শুরু


 এম এ আলিম রিপনঃ ৬৭তম শাখা উদ্বোধনের মধ্যে দিয়ে পাবনার সুজানগর উপজেলায় যাত্রা শুরু করলো বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। বাংলাদেশ কমার্স ব্যাংক লিঃ এর ৬৭তম “সুজানগর শাখা” টি ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার অত্যাধুনিক সকল ব্যাংকিং সুবিধা সহ পৌর শহরের হাজী আব্দুল কুদ্দুস শপিং মল এর ২য় তলায় উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও  বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক খান । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব নায়েব আলী মন্ডল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল ওহাব, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মির্জা শহিদুল ইসলাম, সুজানগর থানা অফিসার ইনচার্জ মোঃবদরুদ্দোজা ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদের রোকন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব শাহ মোঃ জুনায়েদ ইবনে আমিন, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সংস্থাপন বিভাগের প্রধান জনাব নাজিম আনোয়ার, সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাতবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সামছুর রহমান ও সাইদুল ইসলাম (বাদশা জোয়ার্দ্দার) প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাপ্তাহিক পল্লীগ্রাম পত্রিকার সম্পাদক প্রবীন সাংবাদিক আব্দুস শুকুর, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তরিত কুমার কুন্ডু, সুজানগরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, বাবলু কুমার সাহা, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন, এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আবুল কালাম। সঞ্চালনা করেন ব্যাংক কর্মকর্তা হামিদুর রহমান মাসুদ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আব্দুল খালেক খান পাবনার সুজানগর এলাকাটিকে একটি ক্রমবর্ধিষ্ণু ব্যবসায়িক এলাকা হিসেবে অবহিত করে বলেন, শাখাটি ব্যাংকিং নিয়মের মধ্যে থেকে এলাকার গ্রাহকবৃন্দকে সকল ধরনের ব্যাংকিং সেবা প্রদানে দৃঢ প্রতিজ্ঞ। গ্রাহকবৃন্দকে সর্বোচ্চমানের সেবা প্রদান নিশ্চিতকল্পে তিনি শাখা ব্যবস্থাপক সহ শাখার সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। 

অনুষ্ঠানে চলতি বছর ব্যাংকের বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারিত করার পরিকল্পনার কথাও তিনি পূনর্ব্যক্ত করেন। তিনি দেশের সকল অঞ্চলে বাংলাদেশ কমার্স ব্যাংকের সেবাকে দ্রুত সম্প্রসারন করার কথা ব্যক্ত করেন, পাশাপাশি তিনি গ্রাহক সেবার উপর সর্বাধিক গুরুত্বারোপ করে ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের কথা সভায় উপস্থিত সকলকে অবহিত করেন। 

তিনি আশা প্রকাশ করেন যে, সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ নতুন শাখাটি অত্র এলাকার অর্থনীতিকে আরও বেগবান করতে যথাযথ ভূমিকা পালন করবে। এ সময় তিনি আরো বলেন  বাংলাদেশের বর্তমান জিডিপি গ্রোথ ৮.১৫ শতাংশ। শুধু দেশের নয়, এটি বিশ্বের সর্বোচ্চ জিডিপি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের এই অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ কমার্স ব্যাংক অবদান রাখছে।

No comments

Powered by Blogger.