সুজানগরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণের উদ্বোধন
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পাট চাষী সমিতির সভাপতি এ,কিউ,এম শামসুজ্জোহা বুলবুল। এর আগে অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশীদ।সঞ্চালনা করেন উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নারায়ণ চন্দ্র।
দিনব্যাপি পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ প্রদান করেন সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার সহ অন্যান্য কর্মকর্তা। সংশ্লিষ্ট সুত্রে জানাযায় এ প্রশিক্ষণে সর্বমোট ৫০জন পাটবীজ উৎপাদনকারী চাষী অংশগ্রহন করেন।
No comments