ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের একটি মানুষও শীতে কষ্ট পাবেনা -শাহীনুজ্জামান


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেছেন, সুজানগর উপজেলার একটি মানুষও শীতে কষ্ট পাবে না। 

আপনাদের কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শীতের শুরুতেই আপনাদের জন্য কম্বল পাঠিয়েছেন। আপনারা যাতে ভাল থাকতে পারেন সেই দিকে সবসময় খেয়াল রাখেন তিনি। বুধবার (২৫ ডিসেম্বর) উপজেলার দুলাই ইউনিয়নের ভূমিহীন পরিবার, এতিমখানার শিক্ষার্থী সহ উপজেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি আরো বলেন অতীতে বিএনপি জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে তারা দেশের মানুষের কথা কখনও ভাবেননি। দেশের উন্নয়ন করেনি। নিজেদের উন্নয়নে ব্যস্ত সময় পার করেছেন। কিন্তু বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনই এ দেশের অসহায় দরিদ্র মানুষদের ভাগ্যন্নোয়নে কাজ করে।  

শীতবস্ত্র বিতরণ কালে এ সময় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ, দুলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.