ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

চিকিৎসকদের সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে -শাহীনুজ্জামান


এম এ আলিম রিপনঃ সকল স্বার্থের উর্ধ্বে উঠে সেবার মনোভাব নিয়ে চিকিৎসকদের নিজ নিজ দায়িত্ব পালন করার প্রতি  আহ্বান জানিয়েছেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে নতুন যোগদানকৃত মেডিকেল কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান যোগদানকৃত ডাক্তারদের উদ্দেশে বলেন আপনারা এখন বয়সে নবীন, আপনাদের কাছে হাসপাতালে সেবা নিতে আসা রুগীদের পাশাপাশি এ অঞ্চলের মানুষদের প্রত্যাশাটা অনেক বেশি। 

তাই সুজানগরবাসী হয়রানীর শিকার না হয়ে আপনাদের কাছ থেকে যেন সঠিক সেবাটা পেতে পারে এ বিষয়টি লক্ষ্য রেখে দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা রাখি।  সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান।  উল্লেখ্য সুজানগর ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালে দীর্ঘদিন ডাক্তার সংকটের স্থলে ১৩ জন ডাক্তার ও ১জন ডেন্টাল সার্জন একযোগে যোগদান করেছে। শুন্য এখনও ১০ টি বিশেষজ্ঞ পদ। তবুও নতুন চিকিৎসক পেয়ে  সুজানগর উপজেলাবাসীর স্বস্তির নিঃশ্বাস।

সুজানগর উপজেলার ৩ লক্ষাধিক মানুষের ৫১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দীর্ঘদিন যাবৎ ডাক্তার সংকটে চলছিল। গাইনি ও শিশু  অভিজ্ঞ ডাক্তার ছাড়াই ২৯ জন মেডিকেল কর্মকর্তা ও ১০জন বিশেষজ্ঞ চিকিৎসকের স্থলে মাত্র ৫ জন মেডিকেল কর্মকর্তা  দিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছিল হাসপাতালটি। নতুন নিয়োগ প্রাপ্ত ১৩ জন মেডিকেল কর্মকর্তা যোগদান করলেও গাইনি ও শিশু সহ বিশেষজ্ঞ চিকিৎসকের ১০টি পদই খালি রয়ে গেল। 

এ বিষয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সেলিম মোরশেদ জানান, দীর্ঘ দিনের ডাক্তার শুন্যতা মেডিকেল অফিসারের পদে নতুন ১৩ জন ডাক্তার ও ১ জন ডেন্টাল সার্জন যোগদান করলেও গুরুত্বপুর্ণ ১০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ শুন্য রয়ে গেছে। তবে আপাতত বিশেষ কোন চিকিৎসক না পাওয়া গেলেও মেডিকেল কর্মকর্তা দিয়ে অনেকটা জনসেবার পথ সু-প্রসস্ত করতে পারবো বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সুজানগর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী বলেন হাসপাতালে মেডিকেল অফিসারের বড় একটি অংশ যোগদানের সংবাদে চিকিৎসা ক্ষেত্রে অনেকটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সুজানগর উপজেলাবাসী।  

No comments

Powered by Blogger.