ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগর পৌর মেয়র সহ ৫ ইউপি চেয়ারম্যানের স্বর্ণপদক লাভ


এম এ আলিম রিপনঃ সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় স্বর্ণপদক লাভ করেছেন সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব সহ উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান। 

এছাড়া আন্তজার্তিক মহাবঙ্গ সাহিত্য উৎসবে কলকাতায় আমন্ত্রিত অতিথি হিসাবেও অংশগ্রহন করেন সুজানগর পৌর মেয়র আলহাজ্ব আব্দুল  ওহাব, তাঁতিবন্ধ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধা, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, রানীনগর ইউপি চেয়ারম্যান জি এম তৌফিকুল আলম পিযুশ.আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও সাগরকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী।  

গত রবিবার ভারতের কলকাতার মহাকাশ চর্চাকেন্দ্র বিড়লা অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে জনসেবায় অবদানের জন্য মহাত্মা গান্ধী, নেতাজী সুভাষ চন্দ্র বসু ও দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বর্ণপদক সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব সহ উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান এর হাতে তুলে দেন অতিথিবৃন্দ। 

এ উপলক্ষে অনুষ্ঠিত উৎসবে সাহিত্য  আলোচনায় অংশ নেন কবি সেলিমা আহমেদ (আসাম),ড. আরমেদা আহমেদ, কবি সাধণা চক্রবর্তী (নিউইয়র্ক), ইংরেজি সাহিত্যের সাধিকা কবি মহাশ্বেতা বন্দোপাধ্যায়, কবি চন্দনা দে সিনহা,কবি সাহানুকা হাসান শিখা, সাহিত্যিক অর্চনা দে ভৌমিক, চিকিৎসক কবি সাকি, অধ্যাপক রঞ্জিত কুমার নায়েক প্রমুখ। 

মহাবঙ্গ সাহিত্য পরিষদ ও চ্যারিটেবল ট্রাষ্ট এ সাহিত্য উৎসবের আয়োজন করে। এদিকে সমাজ সেবায় অসামান্য অবদান রাখায় স্বর্ণপদক লাভ করায় এক প্রতিক্রিয়ায় সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব সহ উপজেলার ৫ ইউপি চেয়ারম্যান সুজানগরবাসীর প্রতি এ পদক উৎসর্গ করার পাশাপাশি অতীত এবং বর্তমানের ন্যায় আগামীতেও যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

No comments

Powered by Blogger.