নতুন বইয়ের গন্ধ নিয়ে দেশ গড়ার শপথ নিতে হবে -শাহীনুজ্জামান
এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন বলেছেন বিনামূল্যে বছরের প্রথম দিনে সারাদেশে শিক্ষার্থীদের হাতে কোটি কোটি বই পৌঁছে দেওয়া একমাত্র শেখ হাসিনার দ্বারাই সম্ভব হয়েছে। শেখ হাসিনা রাষ্ট্রনায়ক আছেন বলেই দেশ আজ তলাবিহীন ঝুঁড়ি নয়, বিশ্বের কাছে বিস্ময়কর।
শেখ হাসিনা সরকার বিনামূল্যে বই বিতরণ করে বিশ্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, আমাদের দেশে বই বিতরণের চিত্র বিশ্বের অন্যান্য দেশ অবাক হয়ে যায়, তারা জানতে চায় কিভাবে আমরা এটি করতে পারি। তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে পরামর্শ চায়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে। তা হলে তোমরা সব জানতে পারবে। ১লা জানুয়ারী বুধবার সুজানগর উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথমদিন বই বিতরণ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, বাংলার মানুষ যাতে ক্ষুধায় অন্ন পায়, পরনে বস্ত্র পায়, জ্ঞানের আলো পায়, রোগে চিকিৎসা পায় এবং উন্নত জীবন যাপনের অধিকারী হয়। বিশ্বের কোথাও এইভাবে বছরের শুরুতেই বই বিতরণ সম্ভব হয় না। এছাড়াও বিনা পয়সায় একেবারে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই বিতরন, নতুন নতুন অবকাঠামো এটা বাংলাদেশেই একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করে দেখিয়েছেন।
তিনি বলেন দেশনেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক অবদান রেখে চলেছে।সেদিন হয়ত আর বেশি দুরে নয় যেদিন বই এর পরিবর্তে প্রতিটি শিক্ষার্থীর হাতে ট্যাব তুলে দেওয়া হবে। এতে শিক্ষার মান বৃদ্ধিসহ সমগ্র বিশ্ব আসবে শিক্ষার্থীদের হাতের মুঠোয়। সরকারের স্বপ্ন পুরন হবে ডিজিটাল বাংলাদেশের।
তিনি বলেন প্রধানমন্ত্রী হয়েও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শিশুদের নিয়ে আনন্দে সময় কাটান কারণ শিশুদের মাঝেই তিনি হারানো শেখ রাসেল কে খুঁজে পান। সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে নতুন পাঠ্যপূস্তক বিনামুল্যে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল ও উপজেলা কুষকলীগের সভাপতি আব্দুস ছাত্তার প্রমুখ।
পরে সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,আবুল কাশেম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়,মোহাম্মাদিয়া দাখিল মাদরাসায় বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
পৃথক পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আব্দুল কাদের রোকন, প্রধান শিক্ষক মনসুর আলী, আবুল কাশেম নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য একিউএম শামছুজ্জোহা বুলবুল, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন প্রমুখ। এছাড়া এদিন উপজেলার সকল বিদ্যালয়েই নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এ বছর সুজানগর উপজেলায় ৪২ টি মাধ্যমিক ও নিম্ন বিদ্যালয়ে ৩০ হাজার ৯ শত জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৪৭ হাজার ১০০টি বই, ৯ টি দাখিল মাদরাসা, ইবতেদায়ী শাখা ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় ৬ হাজার ১৫ জন শিক্ষার্থীর বিপরীতে ৩২ হাজার ৫ শত ৮০ টি বই বিতরণ করা হয়েছে। অপর দিকে উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম জানান এবারে সুজানগর উপজেলার ১৮৫ টি প্রাথমিক পর্যায়ের বিদ্যালয়ের ৫২ হাজার শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৩০ হাজার ১০০ টি নতুন বই উৎসবমুখর পরিবেশে বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
No comments