ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

মথুরাপুর বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়নের মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ে বই উৎসব-২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নতুন বই বিতরণের মধ্য দিয়ে  অতিথিবৃন্দ এ উৎসবের শুভ উদ্বোধন করেন।

১ জানুয়ারি বুধবার সকালে মথুরাপুর উচ্চ বিদ্যালয় এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। 

সুজানগর পৌর মেয়র ও উক্ত বিদ্যালয় সমূহের সভাপতি আলহাজ আব্দুল ওহাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের এবং মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমূখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আখতারুজ্জামান জর্জ। 

No comments

Powered by Blogger.