ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এম এ আলিম রিপনঃ বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শনিবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা শেষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী সহ নানা আয়োজনের মধ্যদিয়ে সুজানগরে বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

পরে সন্ধ্যায় সুজানগর পৌর বাজার চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা এবং পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা ইকবাল বাহার, সুজানগর পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন ও শরিফুল ইসলাম প্রমুখ।  শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No comments

Powered by Blogger.