ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে জাতীয় সমাজ সেবা দিবস পালিত


এম এ আলিম রিপনঃ ‘একটি স্বপ্ন, একটি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে  সুজানগরে  বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতীয় সমাজ দিবস-২০২০ পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ২ জানুয়ারী সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও  সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ এর  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। 

এর আগে সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান। সভায় এনজিও প্রতিনিধি সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

No comments

Powered by Blogger.