ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


এম এ আলিম রিপনঃ ‘মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিবাদ্য বিষয় কে সামনে রেখে সুজানগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বাষিকী  উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও থানা অফিসার ইনচার্জ(তদন্ত) হাদিউল ইসলাম। শেষে শহরের বিভিন্ন দেয়ালে মাদক বিরোধী পোষ্টার লাগানোর পাশাপাশি বিভিন্ন যানবাহনে মাদক বিরোধী স্ট্রিকার লাগিয়ে দেন অতিথিবৃন্দ। 

No comments

Powered by Blogger.