ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরের সর্বজন শ্রদ্ধেয় আমীর প্রাং আর নেই


এম এ আলিম রিপনঃ সুজানগর উপজেলার  ভাঁয়না ইউনিয়নের মানিকদীর গ্রামের বিশিষ্ট সমাজসেবী সর্বজন শ্রদ্ধেয় আমীর প্রামানিক আর নেই। তিনি গত বুধবার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। 

এদিকে এদিন বাদ আসর তার নিজ বাসভবনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে সুজানগর পৌর মেয়র আলহাজ আব্দুল ওহাব, পাবনা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল)ফরহাদ হোসেন, ভাঁয়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহজাহান আলী, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, বিআরডিবির সভাপতি একিউএম শামছুজ্জোহা বুলবুল, বিশিষ্ট ব্যাসায়ী আব্দুস ছালাম মোল্লা,ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন সহ অসংখ্য ধর্মপ্রাণ মুসুল্লী অংশগ্রহন করেন। 

পরে তাকে স্থানীয় মানিকদির কবরস্থানে সমাহিত করা হয়। উল্লেখ্য প্রয়াত আমীর প্রাং বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের এসপি পদ পর্যাদায় বর্তমানে দায়িত্বপালনকারী  আব্দুল লতিফ এবং সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলামের পিতা।

No comments

Powered by Blogger.