চরতারাপুর ওয়ার্ড আ’লীগের ঝন্টু সভাপতি ও রবি সম্পাদক নির্বাচিত
এম এ আলিম রিপনঃ পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের ঝন্টু প্রাং সভাপতি এবং রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার (১ জানুয়ারী) অনুষ্টিত ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিলে তৃণমূল ভোটের মাধ্যমে তারা নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ উপলক্ষ্যে স্থানীয় দিঘী গোহাইলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্টিত ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোশারফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল হক টিপু, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রবি,দপ্তর সম্পাদক শেখ সাইফুল, চরতারাপুর ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সদর থানা আওয়ামীলীগের সদস্য সিদ্দিক খান ও বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব প্রমুখ।
পরে এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত সভাপতি ঝন্টু প্রাং ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি তাদেরকে নির্বাচিত করায় তৃণমূল দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যেন একজন নিবেদিত প্রাণ কর্মী হিসাবে কাজ করে যেতে পারেন সে জন্য তারা সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
No comments