ব্রেকিং নিউজ

আতঙ্ক নয় সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ। করোনা ভাইরাস সংক্রান্ত কোন জিজ্ঞাসা থাকলে স্বাস্থ্য অধিদপ্তরের “স্বাস্থ্য বাতায়ন” এ গ্রামীণফোন গ্রাহকরা ফ্রি কল করুন ১৬২৬৩ নম্বরে। -করোনা ভাইরাসের আপডেট জানতে এখানে ক্লিক করুন-

সুজানগরে মাছের সাথে এ কেমন শত্রুতা!


এম এ আলিম রিপনঃ সুজানগর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাহেবুল হাসানের স্থানীয় ভবানীপুর এলাকায় অবস্থিত পুকুরে  রাতের আধারে কে বা কাহারা গ্যাস টেবলেট প্রয়োগ করে মাছের ব্যাপক ক্ষতি সাধন করেছে। 

ঘটনাটি ঘটে শনিবার ভোর রাতের দিকে। পরে সকালে স্থানীয় এলাকাবাসী পুকুরের পাশ দিয়ে যেতে বসলে পুকুরের পানিতে অসংখ্য মাছ উপরে ভাসতে দেখে পুকুর মালিককে খবর দেন। এদিকে এ ঘটনার পরপরই সুজানগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ক্ষতিগ্রস্থ মাছ চাষী পৌর কাউন্সিলর মোঃ সাহেবুল হাসান জানান তিনি গত ১ বছর আগে ৫ বছরের জন্য ৪ বিঘা আয়তনের এ পুকুরটি স্থানীয় আজাদ নামক এক ব্যক্তির নিকট থেকে লিজ নিয়ে তিনি মাছ চাষ করে আসছিলেন।

কিন্তু হঠাৎ করেই  সকালে জানতে পারেন পুকুরে গ্যাস টেবলেট প্রয়োগ করে মাছের ক্ষতিসাধন করা হয়েছে। পুকুরে গ্যাস টেবলেট প্রয়োগ করায় তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলেও জানান তিনি। 

সুজানগর থানা অফিসার ইনচার্জ বদরুদ্দোজা জানান  এ ঘটনায় তদন্তের ভিত্তিতে অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। 

No comments

Powered by Blogger.